Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৫ ০৯:০১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন আগের চেয়ে সুস্থ তিনি।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।

গত শনিবার (১৯ জুলাই) রাতে ৭৫ বছর বয়সী নেতানিয়াহু অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এজন্য তাকে রক্তনালির মাধ্যমে শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে।

এর আগে, ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর