ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে ‘তথ্য অধিকার : প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় প্যারিসের এক হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান।
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা সেলিম আহমদ, লিগ্যাল এইডের চেয়ারম্যান আজাদ মিয়া ও জবরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।
আলোচনায় অংশ নেন লন্ডনপ্রবাসী যুবনেতা হাসান আহমদ, পরিবেশবাদী সাংবাদিক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ এমরান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের সভাপতি আমিনুর রহমান লেচু, ছাত্রনেতা সমাদুর রহমান অপু, শিহাব আহমদ ও হাসান আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের অর্থ সম্পাদক আহমদ লুবেদ।
সেমিনারের গুরুত্বপূর্ণ প্রস্তাবনাঃ
১. তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইন ও স্কুল-কলেজে কর্মশালা আয়োজন।
২.প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ, যেমন সরকারি ওয়েবসাইট থেকে তথ্য অনুসন্ধান ও আবেদন প্রক্রিয়া শেখানো।
৩.সরকারি ওয়েবসাইটগুলোকে সহজ ভাষায় উপস্থাপন ও নিয়মিত হালনাগাদ করা।
৪. নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ, যেমন মহিলা ডিজিটাল সেন্টার, গ্রামীণ তথ্য সহায়তা বুথ এবং তথ্য সুরক্ষার নিশ্চয়তা।
৫.প্রবাসীদের অংশগ্রহণমূলক পরিসংখ্যান প্রণয়ন, যাতে দূতাবাসের মাধ্যমে বিভাগভিত্তিক ডেটা সংগ্রহ সম্ভব হয়।
প্রধান অতিথি ড. খালিদুর রহমান বলেন, ‘সেমিনারের প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিসংখ্যান বিভাগ এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শ্রম বিদেশে রেমিটেন্স আকারে আসে, যা দেশের অর্থনীতিকে সচল রাখে। কিন্তু এই অর্থ পুনরায় ডলার হয়ে বিদেশে পাচার হয়ে যায়। আমরা যদি অর্থ পাচার রোধ করতে পারি, তবে একদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’