ঢাকা: “স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ”—এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির ২১তম দিন আজ। এদিন খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে পদযাত্রা ও পথসভা, যেখানে সাধারণ মানুষ সরাসরি অংশ নিবেন নিজেদের আশা, ক্ষোভ ও স্বপ্নের কথা জানাতে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলবে এই পদযাত্রা। আজকের পদযাত্রা শুরু হবে চেঙ্গি স্কয়ার থেকে। এরপর শাপলা চত্বর গিয়ে আদালত প্রাঙ্গণ হয়ে যাবে খাগড়াছড়ি সদর বাজার।
পথসভা শেষে বহরটি ফেনীর উদ্দেশ্যে যাত্রা করে যেখানে আগামীকাল পদযাত্রার পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেছেন, “জুলাইয়ের গণআন্দোলন স্মরণে আমাদের এই পদযাত্রা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জনবিচ্ছিন্ন রাজনীতির বিপরীতে বিকল্প চিন্তা ও নেতৃত্বের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত হয় এক ঐতিহাসিক গণআন্দোলন, যা পরবর্তীতে ‘জুলাই অভ্যুত্থান’ নামে পরিচিতি পায়। এই আন্দোলন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, মানবাধিকার ও জবাবদিহিতার প্রশ্নে এক নতুন অধ্যায় সূচিত করে। এনসিপি’র নেতৃত্বে আয়োজিত চলতি পদযাত্রা সেই ঐতিহাসিক আন্দোলনের মূল্যবোধ ও আদর্শকে আবারও সামনে নিয়ে আসছে।
এই কর্মসূচি ১ জুলাই শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এবং চলবে ৩০ জুলাই পর্যন্ত। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে পদযাত্রা ও পথসভা, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও কর্মীসমাজ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।