Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশটাকে পুড়িয়ে ফেলছে, রক্ষা করেন: ব্যারিস্টার সুমন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১২:০২ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১২:০৯

আদালতে সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মুগদা থানা এলাকায় আইনজীবীকে হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকার মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করে পুলিশ। পরে নতুন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখান বিচারক।

আদালতে তোলার সময় সুমন বলেন, ‘দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৮ জুলাই আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম। পথে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে রাবার বুলেট ছোড়েন আসামি। এতে তার হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে বুলেট। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী শামীম। মামলায় সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহারনামীয় আসামি। গত ২১ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

ব্যারিস্টার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর