Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় করোনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১২:৩৭ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১২:৫৪

প্রতীকী ছবি

খুলনা: করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃতের নাম দীপ রায় (২৫)। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। খুলনায় এ বছরে এটাই প্রথম করোনায় মৃত্যুর ঘটনা।

সোমবার (২১ জুলাই) ভোর রাতে তার মৃত্যু হয় বলে খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে রোববার (২০ জুলাই) বিকেলে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

করোনায় মৃত্যু যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর