ঢাকা: রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতি করার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা ও এক সাবেক সেনা সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কে ৭ নম্বর অ্যাভিনিউয়ের একটি বাসায় ডাকাতি হয়। বাড়িটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। বাড়িটিতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বোরহান নামে এক ব্যক্তির খোঁজে ঢুকে পড়েন চারজন। পরে তারা বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে চলে যায়। এ সময় সোর্স হারুনুর রশীদের সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। পরে মিরপুর ১২ এনডিসি চেকপোস্ট থেকে গাড়িটি আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, করপোরাল মুকুল শনিবার (১৯ জুলাই) মিরপুর-১০ নম্বরে চায়ের দোকানে সোর্স হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন এবং এক ব্যক্তির কাছে অস্ত্র থাকার কথা বলে তাকে ওই বাড়িতে নিয়ে যান।
আটকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, হীরা ও সোনার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী, কয়েকটি ইয়াবা, হেডফোন সেট ও পাসপোর্টের ডকুমেন্টস উদ্ধার করা হয়।
এবিষয়ে অভিযুক্ত লে. ইফতেখার (অব.) বলেন, এ ধরনের স্পেশাল অপারেশন তিনি মাঝে মাঝে পরিচালনা করেন। ডিজি ডিজিএফআই ও ডিজি এনএসআই স্যার এ বিষয়ে অবগত আছেন। এ ছাড়াও এয়ারপোর্ট থেকে সাবেক ডিজি এনটিএমসি গ্রেফতারে তার বিশেষ ভূমিকা আছে বলেও জানান।