লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য এবং তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন মালগাড়া এলাকায় মো. রফিকুল ইসলাম ওরফে রফিকুল মেম্বারের (৫০) বাড়ির বারান্দায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোস্তাকিম ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বারান্দায় রাখা একটি হলুদ রঙের ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী সিটের নিচে লুকানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম, মৃত খোদা বক্সের ছেলে এবং মালগাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও তার জামাতা মো. রুবেল মিয়া। তাদের দুজনকেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মূল গাঁজার মালিক পলাতক রয়েছে, তার বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম (এসআই) বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’