ঢাকা: রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইএসপিআর জানায়, বিমানবাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। এরপর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।