Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনামসজিদ সীমান্তে মাদক ও নগদ টাকাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:০৫

জব্দ হওয়া মাদকসহ আটক তিনজন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৮টায় শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মো. আমীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা ও নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযানে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- বাড়ির মালিক মো. আমীর হোসেন, তার ভাই বাহাদুর হোসেন (২৫) এবং মোসা. জেসমিন (২৫)। তিনজনের বাড়িই পিরোজপুর গ্রামে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতে যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আটক মাদক সোনামসজিদ সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর