Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবকিছুর ঊর্ধ্বে আমাদের মুক্তিযুদ্ধ: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৪:২৫ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:৩২

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে আগামী ১০ দিনের মধ্যেই সকল বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এরপর ৫৩ বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। ফ্যাসিবাদের অন্ধকার থেকে উঠে এসে আমরা আজকের এই অবস্থানে এসেছি। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই।’

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ১৬তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

আলী রীয়াজ বলেন, ‘আমাদের হাতে ১০ দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যেই সব সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। বিশেষ প্রয়োজন হলে এক-দুদিন সময় বাড়ানো যেতে পারে, তবে আর দেরি করার সুযোগ নেই।’

রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে রীয়াজ বলেন, ‘এই ঐক্য, এই রক্তক্ষয়, এই অভূতপূর্ব গণঅভ্যুত্থানের বাস্তবতা মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। মতপার্থক্য ভুলে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে যদি আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাই, তাহলে এটি একটি ঐতিহাসিক সুযোগ হারানোর নামান্তর হবে।’

উল্লেখ্য, রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এরইমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে নির্বাচনি ব্যবস্থার রূপান্তর, অন্তর্বর্তী সরকার কাঠামো এবং জাতীয় সনদ প্রণয়ন। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তই আগামী ১০ দিনের আলোচনায় নির্ধারিত হবে।

সারাবাংলা/এফএন/এনজে

আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর