Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
৮ দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৪:২৫ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:৩৩

প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অসহযোগ আন্দোলন পালন করেছেন শিক্ষার্থীরা।

পাবনা: চতুর্থ দিনের মতো আট দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অসহযোগ আন্দোলন পালন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) সকাল ১০টা থেকে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ জুলাই) সকাল পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো- ইয়ারড্রপ সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ, কারিকুলাম বিষয়ক তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ, গ্রেডশীটসহ ফলাফল প্রকাশ, সেমিস্টার সময়সীমা নির্ধারণ, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও বিকল্প ব্যবস্থা গ্রহণ, শিক্ষক সংকট নিরসন ও কাঠামোগত উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নে প্রশাসনিক স্বচ্ছতা।

বিজ্ঞাপন

পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে।’ তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এসডব্লিউ

৮ দফা দাবি অসহযোগ আন্দোলন পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ