ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।সোমবার (২১ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল মোবারকের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, প্রায় ৭৯ বছর বয়সী সাবেক এ নির্বাচন কমিশনার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
পরিবারের সদস্য সম্পর্কে শ্যালিকা সানজিদা আক্তার জানান, গেল সপ্তাহে সাবেক নির্বাচন কমিশনারের শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তিনি তার একমাত্র কন্যা, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, দুপুরে চট্টগ্রামে এমইএস ওমরগনি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা হয়েছে। পরে জন্মস্থান হাটহাজারীতে আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে সাবেক এ নির্বাচন কমিশনারকে।
আবদুল মোবারক ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।