Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনকে রক্ত দানের নির্দেশনা

ঢাবি করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৫:৫৯

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাবি: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে রক্ত দানের নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) উত্তরার এই দুর্ঘটনার পরপরই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের প্রতি এসব নির্দেশনা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনে রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম কাজ করছে। বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ঔষধ সরবরাহসহ যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সকল কাজে সমন্বয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে সমন্বয়ক করে নিম্নোক্ত চিকিৎসক নেতৃবৃন্দকে জরুরি চিকিৎসাসেবায় সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হলো-

১. ডা. তৌহিদুর রহমান আউয়াল
সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৯৯৩২২১২২৭)

২. ডা. সাইফুল আলম বাদশা
যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৭১৭৬৭৫৭৬১)

৩. ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ
যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৮৮৬২৬১৩৬১)

৪. ডা. এরফান হোসেন নিবিড়
সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৬৭৬৩১৯২২০)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সংকটকালীন সময়ে সকলকে রক্ত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনে হতাহতদের পাশে থাকার মানবিক আহ্বান জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের নিজ ফেসবুক একাউন্টে পোস্টে লিখেন, মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রংসদের ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে কুইক রেসপন্স টিম:-

মোফাজ্জল হোসেন সা’দাত- ০১৭৮৯৪৪৫৭৩১

মারুফ হাসান- ০১৩১৪-২৫৩৭৫৮

রেদোয়ান- ০১৭৯৮১০০৯৫৯

সাইফুল্লাহ- ০১৯৮৭৩৭১০১৭

নূরুল গণী ছগীর- ০১৫৮১৭৯৯১৯১

রিফাত- ০১৯০৬৫৭৮৮০০

(রক্তদাতা ব্যক্তিদের যোগাযোগ করার অনুরোধ রইলো)

মাইলস্টোন কলেজে আহতদের সেবায় উত্তরা আধুনিক মেডিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কুইক রেসপন্স টিম-

রাজু আহমেদ আসিফ- ০১৯২২৮৭৬৮৯৬
শেখ ফাহিদ- ০১৬১০৪০১২৩০
সামিউল ইসলাম- ০১৬৭০০৪৬০৮৭
ফয়েজ সাকিব- ০১৯২১৬৭৬৬৩২
মাহিন আহমেদ- ০১৬২৪২৩৪৭৭৮

(রক্তদাতা ব্যক্তিদের যোগাযোগ করার অনুরোধ রইলো)

বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জরুরি নির্দেশনা দিয়ে নিজ ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘উত্তরার বাইরে থেকে কেউ উত্তরা গিয়ে ভিড় করবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা উত্তরাতে আছেন, তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ শুরু করুন। উৎসুক জনতার ভিড়ে আ্যম্বুলেন্স যেন না আটকে যায়, রাস্তাঘাট সচল রাখুন। এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় জিনিস হবে ‘রক্ত’। রক্তদাতাদের তথ্য সংগ্রহ করুন। ব্লাড ডোনাররা এগিয়ে আসুন।’

সারাবাংলা/কেকে/এনজে

ছাত্র সংগঠন বিমান বিধ্বস্ত রক্ত দান