Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান বিধ্বস্ত: আহত ২৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৭:৫৬

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় প্রায় ২৫ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপরের দিকে একে একে সবাইকে জাতীয় বার্ন ইউনিটে আনা হয়।

বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরায় বিমান দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২৫ জনকে ইনস্টিটিউট এসেছে। বেশিরভাগ রোগীর অবস্থা গুরুতর। সবার চিকিৎসা চলছে।

এর আগে, বিমানবাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। এরপর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

উত্তরা এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমান বিমান দুর্ঘটনা বিমান বিধ্বস্ত মাইলস্টোন কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর