ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১ জন নিহত এবং কয়েকজন আহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় তিনি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।
জাতীয় পার্টির এক বার্তায় বলা হয়, ‘শোকবার্তায় নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
আইএসপিআর জানায়, বিমানবাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। এরপর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।