Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় দগ্ধদের রক্তের প্রয়োজন, রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৭:০৪

ঢাকা: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দগ্ধ ২৫ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে।

এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পুরোপুরি চিকিৎসা সহায়তা দেবে সরকার। কুয়েত মৈত্রী হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মেডিকেল টিম প্রস্তত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, বিমানটি সোমবার (২১ জুলাই) ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৫ জন দগ্ধ হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং আহতের সংখ্যা বাড়তে পারে।

বিজ্ঞাপন

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ইতোমধ্যে হাসপাতালে ২৫ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। এ পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে সাধারণ মানুষের সহযোগিতা জরুরি।

যেসব হাসপাতালে রক্তের বেশি প্রয়োজন সেগুলো হলো- উত্তরা বাংলাদেশ মেডিকেল, উত্তরা আধুনিক মেডিকেল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মনসুর আলী হাসপাতাল, ঢাকা মেডিকেল বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

সারাবাংলা/ইউজে/ইআ

উত্তরায় বিমান বিধ্বস্ত বিমান দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর