Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে বেড়িয়ে আবারও গ্রেফতার লালমনিরহাট পরিষদের সাবেক চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৬:৫১

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল।

লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল জামিনে বেড়িয়ে জেলগেট থেকে আবারও গ্রেফতার হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পরপরই পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি রাজধানী থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি শ্যামলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আটক ছিলেন। আজ জামিনে বের হলে তাকে আবার আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরনবী জানিয়েছেন, বিশেষ ক্ষমতা আইনে জেলা ম্যাজিস্ট্রেট আটকাদেশ প্রদান করায় শ্যামলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আওয়ামী লীগ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান