Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১৬, দগ্ধ ৪৮

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৯:৪৮

উত্তরায় বিমান বিধ্বস্ত

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ৪৮জন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

নিহত দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- অষ্টম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ ও তৃতীয় শ্রেণির জুনায়েদ।

সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় অনেকে হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মাইলস্টোন কলেজের পাশের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাতিজি এখানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুর ১টায় তার ছুটি হলে সে সেখান থেকে বেরিয়ে আসে। এ সময় শিক্ষার্থীরা বেড়িয়ে গেলেও কিছু শিক্ষার্থী ২ তলা টিনসেড ভবনের সামনে অবস্থান করছিল। ওই ভবনটিতে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির ক্লাসরুম আছে।‘

তিনি আরও বলেন, ‘এর একটু পরেই বিমানটি বিধ্বস্ত হয়ে স্কুলের সিঁড়িতে পড়ে। এতে করে সিঁড়িতে এবং ভবনটিতে আগুন লেগে যায়। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং র‌্যাব যৌথ প্রচেষ্টায় ভবনের গ্রিল কেটে অনেক শিক্ষার্থীকে উদ্ধার করে।’ অনেকে সেখানে ঝলসে গেছে বলেও তিনি জানান।

সারাবাংলা/ইএইচটি/এসএসআর/ইউজে/এসআর

বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর