Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত
ডিএসইতে গত ১০ মাসে সর্বোচ্চ লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৭:১১

ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মনে দুশ্চিন্তার কালো মেঘ সরে যাওয়ায় গত কিছুদিন ধরে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত পাঁচ কার্যদিবসের টানা উত্থান ঘটেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ডিএসই’র মূল্যসূচক বেড়েছে ১৫৯ পয়েন্ট। সেই সঙ্গে বেড়েছে লেনদেন। সোমবার (২১ জুলাই) ডিএসই-তে গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরে জাতীয় নির্বাচনের পর দেশে বিদেশী বিনিয়োগ আরও বাড়বে। এছাড়া অর্থনীতিতে আরও বেশি স্বস্তি ফিরবে- এমন আশায় সাধারণ ও প্রাতিষ্ঠিনিক বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন। এসব কারণে সূচকে ইতিবাচক প্রভাব পড়ছে। স্বাভাবিক নিয়মে বাজার চলছে। দীর্ঘদিন পরে বাজার ভাল আচরণ করছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার (২১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২০ পয়েন্টে। যা গত রোববার ৬২ পয়েন্ট, বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৫ কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ১৫৯ পয়েন্ট।

সোমবার ডিএসই-তে ৮৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ২ সেপ্টেম্বর আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত সাড়ে ১০ মাসের মধ্যে সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৭ টি বা ২৯.৫৫ শতাংশের। মূলত অল্প সংখ্যক কোম্পানির দর বাড়লেও ব্যাক এবং মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি সূচকের বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এর বিপরীতে দর কমেছে ২২৪টি বা ৫৬.৫৭ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৫৫টি বা ১৩.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২১টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৩ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর