ঢাকা: উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের জন্য রক্ত এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শায়রুল কবির খান আরও জানান, বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চিকিৎসক দল অ্যাম্বুলেন্সসহ আহতদের উদ্ধার ও হাসপাতালে সেবা প্রাপ্তি নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন।