ঢাকা: উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সাংবাদিক সেলিম জাহিদের ছেলে সায়েরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সোমবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে সেলিম জাহিদ নিজে এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার সায়েরকে এখনো খুঁজে পাচ্ছি না। ও মাইলস্টোরে মেইন ক্যাম্পাসে ছিল। বিমানটা ঠিক যেখানে ক্রাশ করেছে।’
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে। বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত হয়েছেন বেশ কয়েকজন।