Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কোভিডে আরও একজনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৭:২৫ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৭:৩৪

কোলাজ ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, যদিও ওই রোগী আগে থেকে ডায়াবেটিস এবং নিউমোনিয়ায় ভুগছিলেন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে সোমবার (২১ জুলাই) বিকেলে করোনার সংক্রমণ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মুজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, মুজিবুর রহমান ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন। কোভিড শনাক্ত হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে কোভিডজনিত ফুসফুসের সংক্রমণে তার অনিয়ন্ত্রিত শ্বাসকষ্ট দেখা দেয়। এতে ওই রোগী মারা যান।

বিজ্ঞাপন

গত জুনে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবার পর চট্টগ্রামে এ নিয়ে ৫ জন পুরুষ ও ৪ জন মহিলাসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন নগরীর এবং পাঁচজন বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি-বেসরকারি বিভিন্ন রোগ নিরূপণ কেন্দ্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের কোভিড শনাক্ত হয়েছে। তিনজনই নগরীর বাসিন্দা।

জুনে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১৭ জন। এদের মধ্যে ১৯৫ জন নগরীর এবং ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সারাবাংলা/আরডি/এনজে

কোভিড মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর