Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি সপ্তাহে শেষ হচ্ছে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৭:৩৪

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হতে পারে। সেসঙ্গে খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হতে পারে।

সোমবার (২১ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের কাজ আগামীকাল বা পরশুর মধ্যে সম্পন্ন হতে পারে। এরপর আমরা এটি কমিশনের পরবর্তী বৈঠকে উপস্থাপন করবো। ৭৯টি আসন থেকে ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর কারও দাবি বা আপত্তি থাকলে, তা শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে ইসি সচিব বলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, তার তালিকা আমরা এ মাসে প্রকাশ করবো। খসড়া তালিকা প্রকাশে আর কোনো আইনি জটিলতা নেই।

তিনি বলেন, গত কমিশন সভার পর একজন কমিশনার বলেছিলেন, আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করবো না। এখন এটির ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই ইভিএম বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সচিব আরও জানান, পিবিআই থেকে একটি চিঠি এসেছে, সেই চিঠির ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। পিবিআই বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮, ও ২০২৪) সঙ্গে যারা মাঠপর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা চেয়েছে। এখন যারা সেই সময় দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।

সারাবাংলা/এনএল/এসআর

নির্বাচন কমিশন সংসদীয় সীমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর