Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৭:৪২

ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুদ্দিন মোল্লা।

ফরিদপুর: ফরিদপুরের কানাইপুরের কোষা গোপালপুর এলাকায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। যা জেলা কালেক্টরেটের মাধ্যমে ভিকটিমকে প্রদান করতে বলা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় ধর্ষককে কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায় বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা মান্নান মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষক নুরুদ্দিন বাদীর আপন চাচাতো ভাই।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জেলার সদর উপজেলার কানাইপুর কোষাগোপালপুর এলাকায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১৩ বছরের মেয়েকে বাড়িতে রেখে রোগী দেখতে হাসপাতালে যায় তার পরিবার। আসামি নুরুউদ্দিন মোল্লা বিষয়টি জানতে পেরে ফাঁকা বাড়িতে একটি ঘরের মধ্যে দরজা জানালা আটকিয়ে প্রতিবন্ধী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার করলে নুরুউদ্দিন মোল্লা ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করা হয়।

নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে। এ রায় কার্যকরের মধ্য দিয়ে সমাজে এ ধরনের অপরাধ কমবে বলে মনে করেন তিনি।

সারাবাংলা/এনজে

ধর্ষণ মামলা প্রতিবন্ধী শিশু মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর