Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৮:২১ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৮:৪৭

ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদেরকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন।’

বিজ্ঞাপন

‘বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যে সমস্ত শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি’- বিবৃতিতে বলেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে। বিকেল ৬ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ জন নিহত এবং আহত হয়েছেন কয়েক শত শিক্ষার্থী।

সারাবাংলা/এজেড/এনজে

দাবি ফখরুল বিমান দুর্ঘটনা সুষ্ঠু তদন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর