Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ প্রকল্পে ব্রহ্মপুত্রের পানি ব্যবহার করা হবে না: চীনা রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৮:১১

ঢাকা: ইয়ারলুং জাংবো নদীর উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্পটি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য। চীন প্রকল্প থেকে কোনও জল প্রত্যাহার করবে না বা ব্যবহার করবে না এবং প্রকল্পটি ভাটির দেশগুলিকে প্রভাবিত করবে না।

বহ্মপুত্র জল বিদ্যুৎ প্রকল্প তৈরির প্রাক্কালে সোমবার (২১ জুলাই) চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং উভয় পক্ষই এ বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সময় সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে আদান-প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সময়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। এর মধ্যে বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, পরিবেশবান্ধব জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পর্যটন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ইত্যাদি বিষয় রয়েছে।

চীনা রাষ্ট্রদূত সম্প্রতি কুয়ালালামপুরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথাও উল্লেখ করেন।

সারাবাংলা/একে/আরএস

চীনা জলবিদ্যুৎ প্রকল্প চীনা রাষ্ট্রদূত ব্রহ্মপুত্রের পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর