ঢাকা: প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগের জন্য শুধু ৫৩ জনের ভাইভা নেয়ায় আইনি নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী।
সোমবার (২১ জুলাই) বিকেলে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান ও অ্যাডভোকেট মশিউর রহমান। এতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, গণবিজ্ঞপ্তির শর্ত পূরণ করে আবেদন করেছেন ৩০০ জনের অধিক আইনজীবী। কিন্তু ভাইভার জন্য ডাকা হয়েছে মাত্র ৫৩ জনকে। বিষয়টি বৈষম্যমূলক ও রহস্যজনক। শুধু ৫৩ জনকে ভাইভা বোর্ডে ডাকা ও বাকিদের না ডাকা সংবিধানের সমতার বিধানের পাশাপাশি সমান সুযোগের বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
এছাড়া ভাইভা বোর্ডে ইন্টারভিউ দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সম্মানিত একজন সদস্যের স্ত্রী। যা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দোষে দুষ্ট। এমনকি পতিত স্বৈরাচারের দোসরদের কোন বিবেচনায় ডাকা হয়েছে তা অজানা। পুরো বিষয়টি ২০২৪ বিপ্লবের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।
আইনজীবীরা জানান, নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে বিচারপতি নিয়োগের জন্য সব আবেদনকারীর সাক্ষাৎকার নেয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনি প্রতিকার পেতে আদালতের শরণাপন্ন হতে হবে।