Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৮:১৩ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৮:১৬

প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উব্দাখালি নদীতে ডুবে মো. আলী আসাদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদ ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেনের একমাত্র সন্তান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু আসাদ একা বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পাশের নদীতে চলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে নদীতে পড়ে যায় সে। আসাদকে কোথাও না পেয়ে মা আম্বিয়া খাতুন ছুটাছুটি করতে থাকেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়িতে না পেয়ে উদ্ধাখালি নদীর পাড়ে চলে যায়। এরপর শিশুটিকে নদীর পানিতে ভাসতে দেখা যায়।

বিজ্ঞাপন

এলাকাবাসী পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, উব্দাখালি নদীর পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএস

ডুবে নদীতে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর