Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার ঢাকায় দিনব্যাপী টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৮:২৭

ঢাকা: তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা’। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই মেলার আয়োজন করছে।

সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২৩ জুলাই আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে একদিনব্যাপী “টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা” আয়োজন করতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত এই মেলা জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ আয়োজনে ২০টি প্রতিষ্ঠানের মোট ৩২টি ডিজিটাল উদ্ভাবন প্রদর্শিত হবে। দেশের ডিজিটাল রূপান্তরের ধারা আরও শক্তিশালী করতে এই মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত জানিয়েছে আয়োজক সংস্থা।

সংশ্লিষ্টরা জানান, এবার উদ্ভাবনী আয়োজনে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেলায় ২০টি প্রতিষ্ঠানের মোট ৩২টি উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করা হবে। এতে করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজ প্রযুক্তিনির্ভর চিন্তায় উদ্বুদ্ধ হবে এবং জাতীয় অগ্রগতির পথে প্রযুক্তির প্রয়োগকে আরও জোরদার করা যাবে বলেও প্রত্যাশা জানান তারা।

বিটিআসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মেলায় টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি খাতে সম্ভাবনাময় উদ্ভাবনগুলো তুলে ধরা হবে।

সারাবাংলা/ইএইচটি/আরএস

টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা বিটিআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর