Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তারেক রহমানের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৮:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক জানান।

তারেক রহমান বলেন, “রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত। এই ঘটনায় গোটা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ যেন শোকার্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক-আমি এই দাবি করছি। আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করি।

সারাবাংলা/এজেড/ইআ

তারেক রহমান বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর