ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী।
সোমবার (২১ জুলাই) বিকেলে তারা ঘটনাস্থলে যান। সেখানে কর্তব্যরত সেনা সদস্য, সেনা কর্মকর্তা, পুলিশ, দমকল বাহিনীসহ বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে। বিকেল ৬ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ জন নিহত এবং দগ্ধ হয়েছেন কয়েক শত শিক্ষার্থী।