লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী এলাকায় এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি ভাটিবাড়ী গ্রামের মৃত আকবর আলীর ছেলে রফিকুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, রফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তার প্ররোচনায় অনেক যুবক মাদক ব্যবসায় জড়িয়েছে।
জানা গেছে, গত ১১ মে লালমনিরহাট শহরের ভোকেশনাল মোড় থেকে ২২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ একটি ইজিবাইক আটক করে র্যাব-১৩ রংপুর। ইজিবাইক চালক শাখাওয়াত হোসেনকে আটক করে র্যাব। তিনি জানান, গাঁজার প্রকৃত মালিক রফিকুল ইসলাম। তখন রফিকুল পলাতক থাকলেও পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
সদর থানার ওসি নুরনবী জানান, আটক রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের জব্দ করা গাঁজার মালিকানা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।