Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান বিচারপতির শোক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৯:২২ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৯:৩১

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের সই করা গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধান বিচারপতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধান বিচারপতি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

বিজ্ঞাপন

এরই মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। চিকিৎসারতদের খোঁজখবর নেওয়াসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্যও নির্দেশনা দেন তিনি।

সারাবাংলা/আরএম‌/এনজে

প্রধান বিচারপতির শোক বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর