জামালপুর: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অপপ্রচার ও মিডফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান।