Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২০:০১

আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’

পঞ্চগড়: আদালত চত্বরে দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশ্রামাগার বা ‘ন্যায়কুঞ্জ’।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।

বিচারপ্রার্থীদের জন্য দীর্ঘদিন ধরে আদালতের খোলা আকাশের নিচে বসতে হতো। বয়স্ক, অসুস্থ ও মাতৃদুগ্ধ নারীদের জন্য বিশ্রামের কোনো ব্যবস্থা ছিল না। এসব অসুবিধা দূর করতে ও আদালত এলাকা আরও জনবান্ধব করে তোলার লক্ষ্যেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

জানা যায়, গণপূর্ত অধিদফতর কর্তৃক ৫২ লাখ টাকার ব্যয়ে নির্মিত এই ন্যায়কুঞ্জটি পঞ্চগড় জেলা আদালতের ইতিহাসে বিচারপ্রার্থীদের জন্য প্রথম আধুনিক বিশ্রামাগার। দৃষ্টিনন্দন এই ভবনে রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা, মাতৃ কর্নার, সুপরিসর টয়লেট ও ক্যান্টিন। এসব সুবিধা বিচারপ্রার্থীদের অপেক্ষারত সময়কে আরামদায়ক করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিচারপতি কে এম হাফিজুল আলম বলেন, ‘আগে আদালতে বিচারপ্রার্থীদের খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হতো, যা অনেক কষ্টদায়ক ছিল, বিশেষত অসুস্থ ও মায়েদের জন্য। বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে আমরা এই ন্যায়কুঞ্জ নির্মাণ করেছি। এখানে বসার সুব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, টয়লেট ও ক্যান্টিন আছে। পাশাপাশি আমরা আদালতে হেল্পডেস্কও স্থাপন করেছি, যা অনেক কাজ সহজ করবে।’

এ ছাড়াও, আদালত চত্বরে অভিযোগ বাক্স স্থাপন, হেল্প ডেস্ক স্থাপন এবং দফতরগুলোর অবস্থান নির্দেশিকা বোর্ড বসানো হয়েছে। এই পদক্ষেপগুলো সাধারণ মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও গতি বাড়াবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি এম এ বারী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব উল হোসেনসহ আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা। উদ্বোধনের পর ন্যায়কুঞ্জের সামনে বৃক্ষরোপণ করা হয়।

ন্যায়কুঞ্জ শুধু একটি ভবন নয়, এটি পঞ্চগড়ের বিচারপ্রার্থীদের জন্য এক স্বস্তির ঠিকানা। যেখানে তারা অপেক্ষারত অবস্থায় বিশ্রাম নিতে পারবেন, যাতে করে তাদের মানসিক চাপ কমে আসে এবং তারা আইনগত প্রক্রিয়ায় আরও মনযোগী হতে পারেন।

সারাবাংলা/এইচআই

আদালত আদালত চত্বর ন্যায়কুঞ্জ পঞ্চগড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর