Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৯:৪৫

শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা শ্রমিক দল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের পান্নাচত্বর থেকে শুরু হয়ে বড় বাজার প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করেছে। এই দীর্ঘ সময়ে দলের অসংখ্য নেতাকর্মী জেল, জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। অনেকেই জীবন দিতে হয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘যারা আজ বিএনপিকে বিতর্কিত করতে চাইছে, তারা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না। তারা অভিযোগ করেন যে একটি চক্র ধারাবাহিকভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের জনপ্রিয়তা কমাতে পারবে না।’

বক্তারা আরও উল্লেখ করেন— একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

সারাবাংলা/এসআর

বিক্ষোভ সমাবেশ রাজবাড়ী শ্রমিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর