ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘‘এই দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিল, কিনা তাও খতিয়ে দেখতে হবে। সব কিছু ঠিক থাকলেও ঢাকার মতো এতো জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থও বিবেচনা করতে হবে।’’
তিনি বলেন, ‘‘একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে। আহতদের যথাযথ সুচিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনী , বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। আমরা আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতি যথাসাধ্য কমিয়ে আনা যায়।’’