ঢাকা: বিমান দুর্ঘটনায় আহত মাইলস্টোন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে যান তিনি। এ সময় তিনি চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে। রাত ৮ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী।