Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দগ্ধদের দেখতে হাসপাতালে যাওয়া বন্ধ করুন: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২০:১৮ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ২০:২৫

সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর দগ্ধ ও আহতদের দেখতে হাসপাতালে রাজনৈতিক নেতাদের ভিড় প্রসঙ্গে উদ্বেগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না, আপনার অজান্তে এই পরিদর্শন কারো মৃত্যুর কারণও হতে পারে। প্লিজ।”

এর আগে দুর্ঘটনার পরপরই দেওয়া আরেকটি পোস্টে সারজিস লেখেন, “মাইলস্টোন কলেজের ওপরে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। অনেক হতাহতের আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের ভাইবোনদের হেফাজত করুন, রক্ষা করুন। সবাই দু’আ করুন।”

বিজ্ঞাপন

তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, এই সময়ে শোক ও চিকিৎসা-ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া জরুরি, ছবি তোলার কিংবা রাজনৈতিক উপস্থিতির জন্য হাসপাতালে ভিড় না করাই সমীচীন।

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। আগুনে পুড়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৪ জন, যাদের মধ্যে অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সারাবাংলা/এফএন/এসএস

দগ্ধ সারজিস হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর