Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের আমির

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২০:৩২

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন জামায়াত আমির

ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিক বলেন, ‘আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি। হাসপাতালে যথাযথ সম্মান পেয়েছি এবং রোগীদের দেখার সুযোগ দেওয়া হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিভ্রান্তিকর কিছু ছড়ালে তা সঠিক নয়।’

বিজ্ঞাপন

বিমান দুর্ঘটনার ঘটনায় এক শোকবার্তায় জামায়াত আমির গভীর শোক প্রকাশ করে বলেন, ‘এ ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ও অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন।’ তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামী এবং এলাকাবাসীকে উদ্ধার ও সহায়তার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ করেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ১৯ জন নিহত হন এবং ১৬৪ জন আহত হন বলে সর্বশেষ খবরে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এইচআই

জামায়াতের আমির বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর