Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এফবিসিসিআই’র শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২০:৩৭ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ২০:৪২

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্যবাসায়ীদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এরপর এটি বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।

বিজ্ঞাপন

বিমান বিধ্বস্তের ঘটনায় রাত ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১৬৪ জন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

সারাবাংলা/ইএইচটি/এসআর

এফবিসিসিআই বিমান বিধ্বস্ত শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর