Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে সহযোগিতার ঘোষণা নরেন্দ্র মোদির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২০:৪৯ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ২০:৫৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় বাংলাদেশের সাথে শোক প্রকাশ করে সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২১ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে সংহতি প্রকাশ করে এ সহযোগিতার বার্তা দেন। বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন ভারতের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের বিষয়টি শেয়ার করেছে।

এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি বলেছেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/আরএস

উত্তরায় বিমান দুর্ঘটনা নরেন্দ্র মোদীর সংহতি প্রকাশ