ঢাকা: রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন,”এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করছি। এই দুঃসময়ে আমরা জনগণের পাশে আছি।”
এ সময় তিনি এনসিপির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেন।
নির্দেশনাগুলো হলো- আহতদের চিকিৎসা সহায়তায় দ্রুত উদ্যোগ, রক্তদান, অ্যাম্বুলেন্স ও যানবাহন সহায়তা প্রদান ও উদ্ধার কাজে নিয়োজিত বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও, জাতীয় যুবশক্তি এবং এনসিপির ডক্টরস ইউনিটকে দ্রুত মাঠে নামার নির্দেশ দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন,“এই মুহূর্তে আমাদের দায়িত্ব শুধু মানবিক সহায়তা নয়, বরং রাষ্ট্রীয় এবং সামাজিক দায়বদ্ধতা থেকেও সাধ্যমতো পাশে দাঁড়ানো।”
এনসিপি আহ্বায়কের এই ঘোষণার পর, ঢাকা মহানগর উত্তর শাখাসহ বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় স্বেচ্ছাসেবক টিম গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।