Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান বিধ্বস্ত: ঢাবি উপাচার্যের শোক

ঢাবি করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২১:৩০

ঢাকা: প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (২১ জুলাই) এক বাণীতে উপাচার্য এ শোক প্রকাশ করেন।

উপচার্য শোক বাণীতে বলেন, ‘এই দুর্ঘটনায় অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছে। এ ধরনের দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত দুঃখের ও বেদনার।‘ তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উপাচার্য আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং উপাচার্য ভবনসহ সকল হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ-সহ সকল হল ও হোস্টেলের মসজিদ এবং আবাসিক এলাকার মসজিদে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।

সারাবাংলা/কেকে/এইচআই

উত্তরায় বিমান বিধ্বস্ত ঢাবি উপাচার্য মাইলস্টোন শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর