Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশালীন বক্তব্যকারীদের রাজনীতিতে ভবিষ্যৎ নেই: খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২১:২৫

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই।

সোমবার (২১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা ব্যক্তিগত চরিত্রহননে নেমেছেন, রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন, উসকানিমূলক বক্তব্য রাখছেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের মানুষ ভিন্ন রাজনীতি দেখতে চায়, সম্মানজনক রাজনীতি দেখতে চায়। বিএনপি সেটাকেই ধারণ করে, আমরা সেই পথে চলছি। সুষ্ঠু রাজনীতির পথে চলছি, সহনশীল রাজনীতির পথে চলছি, পরস্পর সম্মানবোধের রাজনীতির পথে আমরা চলছি।’

বিজ্ঞাপন

রাজনৈতিক ব্যক্তিদের সম্মানহানির আচরণের পেছনে উদ্দেশ্য আছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষ যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে, জনগণের নির্বাচিত প্রতিনিধি যেন সরকার গঠন করতে না পারে। কারণ, তারা ভোট চায় না। তারা চায় অশান্তি। বাংলাদেশকে অশান্ত করতে চায়।’

‘তবে সেইদিন এখন আর নেই। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, সহনশীলতা চায়, উন্নয়ন চায়। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছে মানুষ।’

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা, সম্মানবোধের মতো ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল শিক্ষা নেয়নি। তারা শেখ হাসিনার বদ অভ্যাসগুলো এখনো বাংলাদেশে চালু রাখতে চায়। শেখ হাসিনাকে এ ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না।’

দেশ নির্বাচনী টানেলে ঢুকে গেছে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘যারা নির্বাচন চায় না, তাদের রাজনৈতিক দল হিসেবে থাকার তো কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, তাহলে আপনার তো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন ছিল না। আপনি আজকেই রাজনীতি ছেড়ে দেন।’

‘আরেকটা কাজ করতে পারেন, সেটা প্রেশার গ্রুপের কাজ করতে পারেন। রাজনীতিবিদদের সিদ্ধান্ত যদি খারাপ হয়, সিদ্ধান্তে যদি ভুল হয়, প্রেশার দিতে পারেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে তার দেশের মালিকানার ফিরিয়ে দিতে হবে। এটা হবে নির্বাচনের মাধ্যমে, আর তৃতীয় কোনো পথ নেই।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘যার যার এলাকায় সবাই নির্বাচনী কার্যক্রমে নেমে যান।নিজ নিজ এলাকায় গিয়ে উঠান বৈঠক করুন। প্রত্যেকের এলাকায় মানুষের বাড়িতে-বাড়িতে যান। মানুষ আপনার কাছে আসবে না, আপনাদের যেতে হবে। আগের মতো বক্তব্য দিয়ে হবে না, জনগণের দুয়ারে-দুয়ারে যেতে হবে।’

ঐক্যমত্য কমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐক্যমত্যের চেষ্টা করতে পারেন। কিন্তু ঐকমত্য যতটুকু হবে ততটুকুই। এর বাইরে কিছু করার চেষ্টা করবেন না।’

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/আরডি/এসএস

অশালীন বক্তব্যকারী খসরু ভবিষ্যৎ রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর