Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান বিধ্বস্ত
ছাত্রশিবিরের শোক, জরুরি রক্ত সংগ্রহে হেল্পলাইন চালু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২২:০৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে দলটি জরুরি রক্তের জন্য হেল্পলাইন চালু করেছে।

সোমবার (২১ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মো. নূরুল ইসলাম সাদ্দাম শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি মেট্রোরেলের ডিপোর পাশে উত্তরার মাইলস্টোন কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়।’

বিজ্ঞাপন

নেতারা বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত অনেক হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, উত্তরা আধুনিক মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নেতারা আরও বলেন, ‘আকস্মিক এ দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে রক্ত ও জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। তাই আমরা মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রশিবিরের সব জনশক্তি ও দেশবাসীর দোয়ার পাশাপাশি আহতদের সহায়তায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে গিয়ে রক্তদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

জরুরি রক্তের জন্য হেল্পলাইন চালু

শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য জরুরি রক্তের প্রয়োজন। ডোনারদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

হেল্পলাইন-
মিকদাদ: ০১৮৯৪৩২৮৭৭৫
আরাবী: ০১৫৪০০৫৬৬৯৭

সারাবাংলা/এফএন/এইচআই

উত্তরায় বিমান বিধ্বস্ত ছাত্রশিবির রক্ত সংগ্রহ শোক হেল্পলাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর