Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির পোস্টার ছেঁড়ায় বরখাস্ত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২২:৫৬

সিলেট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পোস্টার ছেঁড়ার অভিযোগে সিলেট সিটি করপোরেশনের তিন পরিছন্নকর্মীকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

সোমবার (২১ ‍জুলাই) সন্ধ্যায় সি‌টি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২০ জুলাই) রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।

বরখাস্তরা হলেন- সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার, মোশাররফ ও একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনসিপি’র পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দু’জন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

এনসিপি বরখাস্ত সিটি করপোরেশন সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর