Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানাল জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২২:৫৫ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ২৩:০০

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দুর্ঘটনায় নিহতদের গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানিয়েছে জাপান।

সোমবার (২১ জুলাই) বাংলাদেশে জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ ডি’অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি এক বিজ্ঞপ্তিতে সমবেদনা এবং সহানুভূতি জানান।

নাওকি তাকাহাশি বলেন, ‘বাংলাদেশে জাপান দূতাবাসের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি আমি গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আমাদের চিন্তাভাবনা শোকাহত পরিবার, বন্ধুবান্ধব এবং আহত সকলের সঙ্গেও রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, তারা সম্প্রতি প্রথম শান্তি ফুল রচনা প্রতিযোগিতা পরিচালনায় জাইকার সঙ্গে সহযোগিতা করেছে।’

নাওকি তাকাহাশি আরও বলেন, ‘কর্তৃপক্ষ, হাসপাতাল এবং অন্যান্যদের সর্বোচ্চ যত্ন সহকারে পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টার প্রশংসা করছি। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সারাবাংলা/একে/এইচআই

জাপান দুর্ঘটনা বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল সমবেদনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর