Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২৩:১৪

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। তিনি খুলনার নিরালা এলাকার ১৭ নম্বর রোডের ৩০৬ নম্বর রোডের রওশন ম্যানশনে ভাড়া থাকতেন। পেশায় তিনি মশার কয়েলের ডিলার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জাকির হোসেনকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, “ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাচ্ছে।”

সারাবাংলা/এসএস

কিশোর গ্যাং খুন ছুরিকাঘাত যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর