নরসিংদী: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আওয়ামী লীগ এবং বিএনপি এমন দল যাতে ফেরেস্তা হয়ে ঢুকলেও খুনি হয়ে বের হতে হয়। পক্ষান্তরে ইসলামী আন্দোলনে খারাপ হয়ে ঢুকলে ফেরেস্তা হয়ে বের হয়।”
সোমবার (২১ জুলাই) বিকেলে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করিম বলেন, “ভেবেছিলাম ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে বৈষম্য দূর হবে। জীবন দিয়ে জুলুম-অত্যাচার রুখতে চাইলেও তা হয়নি। ‘জুলাই বিপ্লব’-এর উদ্দেশ্য কোনো নির্বাচন নয়, এটি ছিল শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক। অথচ পরিকল্পিতভাবে দেশে পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, “আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা বলেন। কিন্তু বিরোধী দলের গলা চেপে ধরে, হত্যা করে, মামলা দিয়ে কখনো জাতীয় ঐক্য সম্ভব নয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন।
এ সময় ইসলামী আন্দোলন, যুব আন্দোলন এবং সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।